বরিশাল: বরিশাল নগরী থেকে ভারতীয় শাড়ি ও চন্দন কাঠসহ মো. মাহবুব হাওলাদার ওরফে চোরা মাহবুব (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যার দিকে নগরীর ৯নং ওয়ার্ডে রসুলপুর এলাকার জালাল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক মাহবুব বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের রাজারচর এলাকার মো. ঈসমাইল হাওলাদারের ছেলে। ডিবি পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন উপ-সহকারি পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসা থেকে মাহবুব হাওলাদারকে আটক করা হয়।
একই সাথে তার বাসা থেকে ৮৪ পিচ ভারতীয় শাড়ি এবং ৩০ পিচ লাল রঙের চন্দন কাঠ উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর