বরিশালে ভোক্তা অধিকারের অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষার ফি বেশি নেওয়া, মূল্যতালিকা প্রদর্শন না করা, ওষুধের মোড়কে এমআরপি না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে বরিশালের দুটি ডায়াগনস্টিক সেন্টার এবং দুটি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনে অভিযান চালান। এসময় ওই চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া বরিশালটাইমসকে জানান, মেডিকেলের সামনে মেডিএইড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে গিয়ে মেমো ঘেঁটে দেখা যায়, তারা প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষায় নির্ধারিত ফি থেকে বেশি নিচ্ছেন। এ কারণে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশের সাউথ ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার গিয়ে দেখা যায়, তারা প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষার মূল্যতালিকা প্রদর্শন করেনি।এ কারণে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওষুধের মোড়কে এমআরপি না থাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দুটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশালের খবর, বিভাগের খবর