বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে আগুনে ৪ টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে চরকাউয়া খেয়াঘাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বাজারের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে তাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ৪টি দোকান পুড়ে গেছে।
ধারণা করা হচ্ছে- শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
শিরোনামবরিশালের খবর