পহেলা বৈশাখ চারুকলা ও উদীচীর মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে বোমাহামলা ও হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি পাঠিয়েছে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামে এক একটি জঙ্গি সংগঠন। মঙ্গলবার বেলা ১টায় এই চিঠি পাওয়ার পর মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
চারুকলার সংগঠক সুশান্ত ঘোষ বরিশালটাইমসকে বলেন- রিপোর্টার্স ইউনিটির একই ভবনে বাংলাদেশ টেলিভিশন বরিশাল প্রতিনিধির কার্যালয়ে হলুদ খামে ভর্তি হাতে লেখা চিঠিটি ফেলে রেখে যায়। রিপোর্টার্স ইউনিটির অফিস সহায়ক উত্তম কুমার চিঠিটি বিটিভি অফিস থেকে এনে আমাদের হাতে দেন।
এই চিঠিতে প্রথমে তার নাম, এরপর উদীচীর সভাপতি বিশ্বনাথ দাশ মুন্সি এবং চারুকলার আরেক সংগঠক সুভাষ চন্দ্র দাস নিতাইর নাম উল্লেখ করে এই কালচার বন্ধের নির্দেশ দেয়। নতুবা তাদের কার্যালয় উড়িয়ে দেয়া ও তাদের অচিরেই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে বলা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ আছে, ইতিমধ্যেই বিশিষ্ট ব্যক্তি, উদীচী, চারুকলা ও অনান্য নাস্তিক্যবাদী সংগঠনের লোকজনের তালিকা করা হচ্ছে। তারা শীঘ্রই মৃত্যুর স্বাদ পেয়ে যাবে।’’
ওই চিঠিতে ইসলামের পথে এসো, শান্তির পথে এসো উল্লেখ করে ইসলামের ডাক জিহাদ করে ইসলামকে প্রতিষ্ঠিত করি এই আহবান জানানো হয়। প্রচারে জামায়তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) উল্লেখ করা হয়।
এই চিঠি পাওয়ার পর সুশান্ত ঘোষ কোতোয়ালি থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন। যার নং-৬১০।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বরিশালটাইমসকে বলেন, বিষয়টিকে তারা হাল্কাভাবে নিচ্ছেন না। বিষটির ওপর নজরদারী রাখছেন তারা।”
শিরোনামবরিশালের খবর