বরিশালে মন্ত্রীর সম্মুখে সংঘর্ষে জড়ালো জাপার দুটি গ্রুপ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক মাহমুদের সম্মুখে সংঘর্ষে জড়ালো বরিশাল জাপার দুটি গ্রুপ। মঙ্গলবার বিকেলে বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় মতবিনিময় সভায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ২৪ মার্চ মহাসমাবেশ উপলক্ষে সার্কিট হাউজে মতবিনিময় সভার আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ। এতে অংশ নেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাংসদ কাজী ফিরোজ রশিদ, সাংসদ জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুসহ কেন্দ্রীয় আরও অনেক নেতৃবৃন্দ। সভা চলাকালে অনুষ্ঠানের অগ্রভাগে থাকা নিয়ে বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি একেএম মর্তুজা আবেদিন ও অপর নেতা বশির আহম্মেদ ঝুনুর অনুসারীদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
প্রায় ১০ মিনিটের সংঘর্ষে সভাস্থলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে স্থানীয় নেতৃবৃন্দ হস্তক্ষেপ করলেও কাজে আসেনি। বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। ফলে বেগতিক পরিস্থিতি কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
তবে এই সংঘর্ষের ঘটনায় মর্তুজা আবেদীনের কোন অনুসারী জড়িত নয় বলে দাবি করে তিনি বলছেন সভাস্থলের সামনে যাওয়া নিয়ে একজনের পায়ে চোট লাগায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এ বিষয়ে অপর নেতা বশির আহম্মেদ ঝুনুর কোন মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহশিন উল ইসলাম হাবুলকে ফোন দিয়ে পাওয়া যায়নি।’’
বরিশালের খবর