বরিশালে মন্দির থেকে চুরি হওয়া ১৫০ বছরের পুরনো শিব লিঙ্গ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে মন্দির থেকে চুরি হওয়া ১৫০ বছরের পুরনো শিব লিঙ্গ উদ্ধার করেছে পুলিশ। এসময় হুমায়ন খান নামে একজনকে আটকও করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম। তিনি বলেন, সোমবার গভীর রাতে বরিশাল নগরীর কালিবাড়ি রোডের শ্রী শ্রী কালীমাতার মন্দিরের দরজা ভেঙে তিন ফুট দৈর্ঘ্যর পাথরের শিব লিঙ্গ চুরি হয়।
সকালে পুরোহিত অমল কুমার দত্ত পূজা অর্চনা করতে গিয়ে মন্দিরের দরজা ভাঙা পায় এবং মন্দিরে শিব লিঙ্গ না থাকার বিষয় লক্ষ্য করেন। পরে পুলিশকে জানালে আমরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিব লিঙ্গটি উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় হুমায়ন নামের এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত জানান, প্রতিদিন বেলা ১১টায় তিনি মন্দিরে গিয়ে পূজা দেয়। মঙ্গলবার পূজা দিতে মন্দিরে গিয়ে দেখতে পান দরজা ভাঙা ও শিবলিঙ্গ নেই। দেড়শ বছরের পুরনো শিবলিঙ্গের মূল্য কোটি টাকার মত।
চা দোকানী ইদ্রিস জানান, সোমবার দিনগত রাত দুইটায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময়ে মন্দিরের দরজা ভাঙা দেখতে পেয়েছি।
বরিশালের খবর, বিভাগের খবর