বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন খোকন (৩৫) নামে আরেক যাত্রী।
তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১টার দিকে উপজেলার সাতমাইল নামক স্থানে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম ফাতেমা বেগম (২৫)। তিনি উজিরপুর উপজেলার হারতা বাজারের মো. জাকির হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, বরিশালের নথুল্লাবাদ থেকে মাইক্রোবাসে মাওয়া হয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করছিলেন তার স্ত্রী ফাতেমা বেগম। পথিমধ্যে বাবুগঞ্জের সাতমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হলে মাইক্রোবাসের যাত্রীরা অহত হন।
আহত অবস্থায় ফাতেমা এবং খোকন (৩৫) নামে আরেক যাত্রীকে শেবাচিম হাসপাতালে চিকিবসার জন্য নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিসক ডা. আবিদ হোসেন ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার ট্রাকটি রাস্তার পাশে পড়ে আছে। কিন্তু ট্রাক ও মাইক্রোবাসের চালক পালিয়েছে।’
টাইমস স্পেশাল, বরিশালের খবর