বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:১৮ অপরাহ্ণ, ২৬ ডিসেম্বর ২০১৬
বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল-পটুয়াখালী সড়কে দুর্ঘটনায় জাফর (৩২) নামে বছরের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌঁনে ৩ টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দাস রনবীর জাফরকে মৃত বলে ঘোষণা করেন।
এছাড়া ওই দুর্ঘটনায় পটুয়াখালী মির্জাপুরের ভিটাখালি এলাকার বনি আমিন নামে ৩০ বছরের আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি আশঙ্কাজনক ভাবে রয়েছেন বলে জানা গেছে।
ডা. দাস রনবীর উদ্ধারকারীদের বরাত দিয়ে জানান- বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া এলাকার কাঠেরপুল নামক স্থানে নিহত জাফরকে বহনকারী মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে দুর্ঘটনার শিকার হন তাঁরা।
এসময় মোটরসাইকেলের আরোহী জাফর ও চালক বনি আমিন গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে- মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আজিজুর রহমান।’