বরিশাল: বরিশালের জেলার সীমান্ত এলাকায় ভুরঘাটায় মাইক্রোবাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আটজন। সোমবার ভোরে ওই এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ হতাহতের ঘটে।’
এ ঘটনায় নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুয়া এলাকার মনিরুল ইসলামের ছেলে রনি হাওলাদার (২২) এবং একই এলাকার কবির খলিফার ছেলে বেলাল হোসেন (২৩)। তাদের মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি সত্যতা হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম নিশ্চিত করেছেন।’
আবুল কালাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ওই মাইক্রোবাসটি রিজার্ভ করে ঢাকা থেকে বরিশালে আসছিলেন কয়েকজন। ভোরে জেলার সীমান্ত এরাকা ভুরঘাটা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে মাইক্রোবাসটির ধাক্কা লাগে। এ
তে ভেতরে থাকা অন্তত ৮ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একেএম কুদরত ই খুদা সোহেল পরীক্ষা করে ওই দুইজনকে মৃত ঘোষণা করেন।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর