বরিশাল: পুকুরের মাছ চুরিতে বাঁধা দেয়ায় হামলা চালিয়ে পিটিয়ে তিনজনকে গুরুতর আহত করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর ভাজনা গ্রামে।
ওই গ্রামের সুশান্ত পান্ডের পুকুর থেকে একই গ্রামের করম আলী ঢালীর পুত্র ইব্রাহিম ঢালী চুরি করে মাছ ধরতে গিয়ে ধরা পরে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম ঢালী ও তার সহযোগী আব্দুল হান্নান, নান্না, লিটন, পান্না ও রিপন ঢালী সুশান্তর ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে তারা সুশান্তর কলেজ পড়–য়া কন্যা অনিমা পান্ডে ও সুখদেব পান্ডেকেও মারধর করে গুরুতর আহত করে। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মঙ্গলবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর