বরিশালে মাঝ নদীতে বাল্কহেড-যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে, আহত ৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আড়িখা নদে বাল্কহেড ও যাত্রীবাহী ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে তিন যাত্রী আহত হয়েছেন।
তাদর মধ্যে গুরুতর আহত অবস্থায় ট্রলারচালক জামাল ফকিরকে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার শায়েস্তাবাদ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ওসি এইচ এম আবদুর রহমান মুকুল বরিশালটাইমসকে জানান, ঘটনার সময় শায়েস্তাবাদ বাজার সংলগ্ন ঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পাড়াপাড়ের মুজাহিদ-১ নামের একটি বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। এতে ট্রলারটির বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান এবং জামাল ফকির নামে একজন গুরুতর আহত হন।
ঘটনার সাথে সাথে স্থানীয়রা অন্য নৌযানের সাহায্যে যাত্রীদের উদ্ধার করেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে কাউনিয়া থানা পুলিশ, বরিশাল সদর নৌ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান।
তিনি বলেন, এ ঘটনার পর বাল্কহেডটিকে পুলিশ হেফাজতে নদীতীরে নোঙর করে রাখা হয়েছে। পাশাপাশি বাল্কহেডের চালক মো. মুরাধকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বাল্কহেডের চালক জানান, নৌযানটি বরিশাল নগরের রুপাতলী এলাকার আবুল বাশারের। তারা বালু নিয়ে চরমোনাইতে যাচ্ছিলেন। নদীর পনির তীব্র স্রোত থাকায় নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।
বরিশালের খবর, বিভাগের খবর