১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
দেশ থেকে যে টাকা পাচার হয়েছে, তা দিয়ে ৬৫টা পদ্মা সেতু করা যেতো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ব্যবসায়ীকে ৩ মাসের জেল যশোরের শার্শায় প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা আওয়ামী লীগ-বিএনপি দুটাই অত্যাচারী: ফয়জুল করিম ভান্ডারিয়া পৌর কৃষক দলের কমিটি গঠন: সভাপতি শামীম শিকদার, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু! ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যু

বরিশালে মাদককারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য আহত

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদককারবারে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে মাদককারবারিরা। পরে অভিযান চালিয়ে মাদকসহ মেঘা বিশ্বাস নামের এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম (৪৫) ও তার ভাই জাকিরুল আলম (৩৯)।

আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম বলেন, আমার বাড়ির পাশে রাজ্জাক সরদারের বাসার ভাড়াটিয়া মাদককারবারি রোকসানা বেগম ও তার দুই ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সরদার এলাকায় মাদক বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। এসব কাজে বাধা দেওয়ায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়।

তিনি বলেন, রাতে গৈলা বাজারে দোকানে বসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় রোকসানা ও তার দুই ছেলে নাফিস ও পিয়াল পেছন থেকে আমার ওপর হামলা করে এবং পিটিয়ে আমার পা ভেঙে দেয়।

আমাকে হাসপাতালে নেওয়ার সময় আবার হামলা করে। আমার ভাই সেনা সদস্য (এলপিআর) জাকিরুল ইসলাম আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে তারা।

আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার একজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

200 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন