বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের সফল অভিযান: ইয়াবাসহ নারী গ্রেপ্তার
রিপন রানা, বরিশাল::: বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একের পর এক মাদকদ্রব্য উদ্ধার অভিযান। নগরী থেকে (দুই) হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার। আজ শনিবার (২৩সেপ্টেম্বর) ভোর পাঁচ টার সময় দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা টু কুয়াকাটা যমুনা লাইন পরিবহনে অভিযান পরিচালনা করেন।
এসময় বাসে তল্লাশী করে এক মহিলার কাছে থাকা দুই হাজার তিন, পিস ইয়াবাসহ জব্দ ও নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি হলেন ,পটুয়াখালী জেলার, মহিপুর থানাধীন ধূলাশার ইউনিয়ন ৭নং ওয়ার্ড চর চাপলি গ্রামের বাসিন্দা মোঃ কাশেমের স্ত্রী সালমা বেগম (৪১)।
বিষয়টি নিশ্চিত বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের টিম অভিযান পরিচালনা করেন। এসময় বাস তল্লাশী করেন দুই হাজার তিন পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই মোহাম্মদ আ: মজিদ বাদি হয়ে মামলা দায়ের করেন।
বরিশালের খবর, বিভাগের খবর