৩ ঘণ্টা আগের আপডেট রাত ২:৩ ; বুধবার ; অক্টোবর ৪, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে মাদকবিরোধী অভিযানে ফাঁড়ি পুলিশও কঠোর, পাকড়াও করছে মাদকবিক্রেতাদের

বরিশালটাইমস রিপোর্ট
১২:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩

বরিশালে মাদকবিরোধী অভিযানে ফাঁড়ি পুলিশও কঠোর, পাকড়াও করছে মাদকবিক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল মেট্রোপলিটন থানা পুলিশের পাশাপাশি ফাঁড়ি পুলিশও মাদকের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে। গত সপ্তাহের শেষ দিকে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম নগরীর মাদকনির্মূলে এক ধরনের জেহাদ ঘোষণা করেছেন। এরপর চিরুনি অভিযানে প্রতিদিন কোতয়ালি, কাউনিয়া, বন্দর এবং বিমানবন্দর থানা পুলিশ ১০ থেকে ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে, সাথে উদ্ধার হচ্ছে ইয়াবা নতুবা গাঁজার ছোট-বড় চালান। বিশেষ করে গত কয়েকদিনে কোতয়ালি মডেল থানা পুলিশের মাদক উদ্ধারসহ ব্যবসায়ীদের গ্রেপ্তার পরিসংখ্যান উল্লেখযোগ্য। এই অভিযান আরও তরান্বিত করতে সেই কাতারে এবার সামিল হয়েছে ফাঁড়ি পুলিশ।

কোতয়ালি মডেল থানা আওতাভুক্ত স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের সদস্যরাও একের পর এক সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হচ্ছেন। সেই ধারাবাহিকতায় সোমবার রাতে এই ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পার্শ্ববর্তী ভাটারখাল মোড় থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. মিলন হাওলাদার নামের এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, বাকেরগঞ্জের ভান্ডারীকাঠি গ্রামের বাসিন্দা মিলন হাওলাদার পেশায় একজন মাদক ব্যবসায়ী। এবং তিনি প্রায়শই বরিশালে মাদক সংগ্রহের উদ্দেশে আসেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক আনা-নেওয়া করছিলেন। অনুরুপভাবে সোমবার বিকেলে মিলন বরিশালে এসেছিলেন, মাদক সংগ্রহ করতে। অবশ্য তিনি মাদক সংগ্রহ শেষে ফিরেও যাচ্ছিলেন, কিন্তু স্টীমারঘাট ফাঁড়ি পুলিশের কৌশলের কাছে ধরাশায়ী হন। রাতে ৪০ পিস ইয়াবা নিয়ে ফেরারপথে নগরীর বান্দরোডস্থ ভাটারখাল এলাকায় তাকে পাকড়াও করেন সংশ্লিষ্ট ফাঁড়ি পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম। ফাঁড়ি পুলিশের ইনচার্জের সাথে এই সফল অভিযানে অংশ নেন এএসআই মাহবুবুর রহমান, সমমর্যদার কর্মকর্তা আকিব উল্লাহ, এটিএসআই জাকির হোসেন এবং জাঈদুর রহমান।

ইনচার্জ শহিদুল ইসলাম জানান, পুলিশ কমিশনার স্যারের নির্দেশে বরিশাল নগরীতে মাদকের বিরুদ্ধে যে চিরুনি অভিযান চলছে, তাতে স্টীমারঘাট ফাঁড়ি পুলিশও ভূমিকা রাখছে। শীর্ষপুলিশ কর্মকর্তার নির্দেশনার আলোকে প্রতিদিন আওতাধীন এলাকাসমূহে অভিযান পরিচালিত হচ্ছে, এতে মাদক উদ্ধারের পাশাপাশি অনেকে গ্রেপ্তারও হচ্ছেন।

এসআই শহিদুল ইসলাম জানান, তাঁর ফাঁড়ি আওতাভুক্ত রসুলপুর, ভাটারখাল এবং শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি (কেডিসি) নামক এই তিনটি কলোনীতে (বস্তি) বিশেষ নজর দেওয়া হয়েছে।

পুলিশের কয়েক দিনের এই কঠোরতায় বরিশালের অধিকাংশ চিহ্নিত অনেক মাদক বিক্রেতা লাপাত্তা হয়ে গেছেন। আবার অনেকে হাত-পা ধুয়ে ঘরে উঠেছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, বরিশাল পুলিশ বিগত সময়ে মাদক বিক্রেতাদের ধরতে টার্গেট করতো, এমনকি তথ্যপ্রযুক্তির সহযোগিতাও নিতো তাদের অবস্থান নিশ্চিতকরণে। কিন্তু এবার পুলিশ কমিশনার ঘোষিত অভিযান অনেকটা ব্যতিক্রমভাবে চালিয়ে যাচ্ছে মাঠপুলিশ। কথা নেই, বলা নেই, সোজাসাপ্টা হানা দিচ্ছে এলাকাভিত্তিক চিহ্নিত মাদকবিক্রেতাদের বাসা-বাড়িতে। বিশেষ করে মাদক নির্মূলে এই ইতিবাচক ভূমিকা রাখছে ফাঁড়ি পুলিশ। মাদকের আস্তানা হিসেবে পরিচিত কলোনীসমূহে অভিযানের ক্ষেত্রে এমন কৌশল নিয়েছে স্টীমারঘাট ফাঁড়ি পুলিশ।

পুলিশের এমন কঠোরতায় ভয়ে তটস্থ কেডিসি কলোনীর অধিকাংশ মাদক বিক্রেতা আত্মরক্ষার্থে অন্তর্ধানে গেছেন। আবারও কেউ এলাকায় থাকলেও আপাতত বিপদ এড়াতে মাদক বেচা-বিক্রি থেকে নিজেকে বিরত রাখছেন। থানা পুলিশের পাশাপাশি স্টীমারঘাট ফাঁড়ি পুলিশ মাদক উদ্ধার অভিযানে সামিল হয়ে যে ভূমিকা রাখছে, তা নেহাত প্রশংসার দাবি রাখে।

যদিও এই ফাঁড়ি পুলিশের শীর্ষ কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলছেন, তার অধীনস্থ পুলিশ সদস্যরা শীর্ষ কর্তাদের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন। এতে কখনও কখনও তাদের জালে মাদকসহ ব্যবসায়ীও চলে আসছে। তিনি জানান, বর্তমানে কলোনীগুলোর দিকে নজর বৃদ্ধি করা হয়েছে, কারণ এসব স্থান থেকে মাদক সরবরাহ হয়।

সোমবার সন্ধ্যা রাতে ইয়াবাসহ গ্রেপ্তার মিলনও জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে, মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে, জানান এসআই শহিদুল ইসলাম।’

 

 

বরিশালের খবর, বিভাগের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  মসজিদে নামাজরত অবস্থায় ঢলে পড়লেন শহিদুর  চার বছর পর চাকরি ফিরে পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল  বরিশালে মাদক কারবারির ৭ বছরের কারাদণ্ড  রাঙ্গাবালীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে লাশ উদ্ধার  পানিসম্পদ প্রতিমন্ত্রীপত্নীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত  জৌলুস হারাচ্ছে পটুয়াখালীর শতবর্ষী ডিঙ্গি নৌকার হাট  প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ-দুর্নীতির অভিযোগ, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ  বরিশালে কাজ শেষ না করেই বিল তুলে লাপাত্তা ঠিকাদার  বরিশালে শিক্ষার্থীরা দেখছেন বোর্ডের খাতা: ফেসবুকে ভাসছে সেলফির ছবি  গৌরনদীতে বৃদ্ধা হত্যায় স্বামী-পুত্র আদালতে, দুই পুত্রবধু পুলিশ হেফাজতে