বরিশালে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে একযোগে মানববন্ধন করেছে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে (৩১ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর, নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর, বিএম কলেজ সংলগ্ন কলেজিয়েট স্কুল, এ. কে স্কুল, কাউনিয়া মানিক মিয়া স্কুলসহ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
বরিশাল জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, শিক্ষক এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালখ মো. রাশেদুজ্জামন।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। আলোচনা সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, অভিভাবক সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সভায় মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়। সভার শেষ পর্যায়ে মাদকবিরোধী ভলিবল ও চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।’’
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল