৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশালে মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদন্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৭ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০১৬

বরিশাল: বরিশাল নগরী থেকে ১ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক  মাদক বিক্রেতা টগর
ভুইয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা
অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রোববার বিকেলে  বরিশালের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই দন্ডাদেশ দেন। টগর ভুইয়া নগরীর পলাশপুর ৫ নাম্বার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত জামাল ভুইয়ার ছেলে।

আদালতের বেঞ্চ সহকারি মো. ফিরোজুল ইসলাম মামলার নথির বরাত দিয়ে জানান,২০১৩ সালের ৬ জুন নগরীর ৫ নাম্বর ওয়ার্ড পলাশপুর কাজির গোরস্থানের সামনে থেকে ১ হাজার ২০
পিস ইয়াবা ট্যাবলেটসহ টগরকে আটক করে র‌্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় ওই দিনই র‌্যাবের ডিএডি একেএম মঞ্জুরুল আলম  বাদী হয়ে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে।একই বছরের ৪ জুলাই টগর ভুইয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন
কাউনিয়া থানার এসআই অমল কুমার বিশ্বাস। আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহন শেষে
অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক যাবজ্জীবন দন্ডাদেশ দেন।

55 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন