বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:৩৭ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০১৬
বরিশাল: বরিশাল নগরী থেকে ১ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক মাদক বিক্রেতা টগর
ভুইয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা
অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রোববার বিকেলে বরিশালের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এই দন্ডাদেশ দেন। টগর ভুইয়া নগরীর পলাশপুর ৫ নাম্বার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত জামাল ভুইয়ার ছেলে।
আদালতের বেঞ্চ সহকারি মো. ফিরোজুল ইসলাম মামলার নথির বরাত দিয়ে জানান,২০১৩ সালের ৬ জুন নগরীর ৫ নাম্বর ওয়ার্ড পলাশপুর কাজির গোরস্থানের সামনে থেকে ১ হাজার ২০
পিস ইয়াবা ট্যাবলেটসহ টগরকে আটক করে র্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় ওই দিনই র্যাবের ডিএডি একেএম মঞ্জুরুল আলম বাদী হয়ে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে।একই বছরের ৪ জুলাই টগর ভুইয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন
কাউনিয়া থানার এসআই অমল কুমার বিশ্বাস। আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহন শেষে
অভিযোগ প্রমানিত হওয়ায় বিচারক যাবজ্জীবন দন্ডাদেশ দেন।