বরিশালের গৌরনদী উপজেলায় মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় বাবু চৌকিদার (২৫) নামক এক মাদক বিক্রেতার হামলায় কাওসার সরদার (১৭) নামক এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (০৫ জুন) রাতে ওই উপজেলার তিকাসার গ্রামে এ ঘটনা ঘটে।
ওই রাতে বাবুকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বাবুর শারীরিক অবস্থার অবনতির দিকে যাওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কাওসার তিকাসার গ্রামের জামাল সরদারের পুত্র। সে এ বছর পালরদী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেছে। হামলাকারী বাবু চৌকিদার প্রতিবেশী মানিক চৌকিদারের পুত্র।
আহত কাওসার সরদার বরিশালটাইমসকে জানান- তার প্রতিবেশী বাবু ইয়াবা বিক্রেতা। সে ইয়াবা বিক্রির অভিযোগে বহুবার পুলিশের হাতে আটক হয়েছে। কিছুদিন আগে সে তার কিছু ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য আমাকে প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় আমাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। আমি পুলিশকে বলে দেব বললে সে আমার ওপর আরও ক্ষিপ্ত হয়।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গৌরনদী বন্দর থেকে বাড়ি ফেরার পথে ব্যুরো বাংলাদেশ অফিসের সামনে বসে তার ওপর হামলা চালায় বাবু চৌকিদার। সে লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়।
এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।
বরিশালের খবর