৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশালে মাদক বিক্রেতার ৮ বছরের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৪ অপরাহ্ণ, ০৬ জুন ২০১৭

বরিশালের বানারীপাড়া উপজেলার সিনেমা হল রোডের বাসিন্দা নিতীশ দেবনাথকে ইয়াবা বিক্রির দায়ে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ জুন) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়- ২০১৫ সালের ১৯ জুন র‌্যাবের একটি দল উপজেলার জয়শ্রী এলাকা থেকে ১৮১ পিস ইয়াবাসহ নিতীশকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মোশারেফ বাদী হয়ে মামলা দায়ের করেন।

একই বছরের ২৯ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম একমাত্র নিতীশকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।”

59 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন