বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:১৫ অপরাহ্ণ, ০৮ নভেম্বর ২০১৬
বরিশাল: মাদক বিক্রির অপরাধে বরিশালে এক তরুণকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় বিশেষ জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া মো. পারভেজ ওরফে জামাই পারভেজ (২২) জেলার বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট গ্রামের সালাম মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ মামলার বরাত দিয়ে বরিশালটাইমসকে বলেন, ২০১২ সালের ১১ ডিসেম্বর চার বোতল ফেনসিডিলসহ পারভেজকে বরিশাল নগরীর রূপাতলী গাউছিয়া থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী আরও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক দিলীপ কুমার ভৌমিক পারভেজকে ১০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন দিয়েছেন।
পারভেজ জামিন পাওয়ার পর আদালতে আর হাজির হননি বলে জানান বেঞ্চ সহকারী হারুন অর রশিদ। তিনি রায়ের বরাত দিয়ে বলেন, আসামি গ্রেপ্তার হওয়ার দিন থেকে তার সাজা শুরু হবে।