নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: র্যাবের দায়ের করা মাদক মামলায় কাওছার খান নামে এক ব্যক্তিকে আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (০৬ জানুয়ারি) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কাওছার খান বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদি গ্রামের মৃত সামছুল হক খানের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৬ মে গৌরনদী কসবা গ্রাম থেকে কাওছারকে আটক করে র্যাব-৮ এর একটি দল। এ সময় তার কাছে
থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র্যাবের ডিএডি
সৈয়দুজ্জামান বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেন।
ওই বছরের ২৯ জুন কাওছারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন এসআই আলমগীর হোসেন। মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।