বরিশালে মাদক মামলায় তারেক মাহমুদ বাবু নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। রোববার (১৪ আগস্ট) বরিশাল জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত তারেক মাহমুদ বাবু ভোলা জেলার উরচন্দ্রপুর এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে। আদালতের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. লস্কল নুরুল হক জানান, ২০১৪ সালের ১১ জুন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহিন বোর্ডিং থেকে ১০০ পিস ইয়াবাসহ আসামিকে আটক করে পুলিশ।
পরে উপপরিদর্শক (এসআই) গোলাম কবির বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। একই বছরের ৮ জুলাই পুলিশ মামলার চার্জশিট দাখিল করে। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর