বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:০৬ অপরাহ্ণ, ২৮ মার্চ ২০১৬
মাদক নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় বরিশালে সুমন ওরফে রবিন (২৭) নামে এক যুবকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রবিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নোয়াপাড়া এলাকার মনু মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, থেকে ২০১০ সালের ২১ জানুয়ারি বরিশাল লঞ্চঘাট সংলগ্ন এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ রবিনকে আটক করে পুলিশ। ওইদিন পুলিশ তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পুলক চন্দ্র রায় একই বছরের ১২ ফেব্রুয়ারি আদালেত চার্জশিট দাখিল করেন। ৯ জনের মধ্যে ৪ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিচারক এ রায় দেন।
এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী বক্কর হোসেন।