বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:১০ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলার বাদীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সাবেক যুবদলের সহ-সভাপতি আতা সর্দার তার নিজ ছয়গ্রাম এলাকায় একটি রাস্তার কাজ করতে গেলে স্থানীয় বিএনপির নেতারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
পরে এ ঘটনায় আতা সর্দার বাদী হয়ে গত রোববার রাতে আগৈলঝাড়া থানায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির ১৬ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
বিএনপি নেতাদের নামে করা মামলা প্রত্যাহার ও সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ায় মঙ্গলবার রাত ১০টায় মামলার আসামি আবু সালেহ জুয়েল রত্নপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে বাড়ি যাওয়ার পথে মামলার বাদী আতা সরদারের পথরোধ করে।
পরে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবু সালেহ জুয়েল এর নেতৃত্বে ৮-১০ জন মিলে আতা সরদারকে মারধর করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী আতা সর্দার বলেন, আমি একটি রাস্তার কাজ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল আমার কাছে চাঁদা দাবি করে। তার চাঁদার দাবিকৃত টাকা না দেওয়ায় আমাকে তারা মারধর করে।
পরে আমি তাদের নামে আগৈলঝাড়ায় থানায় চাঁদাবাজির মামলা দায়ের করি। সেই মামলা প্রত্যাহারের জন্য মঙ্গলবার রাতে আবারও আমাকে মারধর করে।
পরে এ মারধরের ঘটনাতেও বুধবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে মারধরের বিষয় অস্বীকার করেছেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ জুয়েল। তিনি জানান, তাদের নামে মামলা প্রত্যাহারের বিষয়ে আতা সরদারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। তবে তাকে কোনো মারধর করা হয়নি।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, বিএনপি নেতাদের নামে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের জন্য বাদীকে আসামিরা মারধরের বিষয়টি শুনেছেন।
এ ঘটনায় বাদী আতা সর্দার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।