বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, ০৬ এপ্রিল ২০১৭
বরিশাল নগরীতে (থ্রি-হুইলাল যানবাহন) মাহেন্দ্রার ধাক্কায় রিয়াজ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নগর ভবনের সম্মুখে একটি মাহেন্দ্রা তাকে ধাক্কা দেয়।
কোতয়ালি মডেল থানায় রিয়াজ কর্মরত রয়েছেন। ওই থানার সহকারি কমিশনার (এসি) আসাদুজ্জামান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন রাতে তাকে দেখতে শেবাচিমে যান।
উপ-পরিদর্শক (এসআই) গোফরান বরিশালটাইমসকে জানিয়েছেন- মাহেন্দ্রা গাড়িতে টহল দিচ্ছেলেন কনস্টেবল রিয়াজ। সিটি কর্পোরেশনের সামনে যানজট লাগলে তিনি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন।
এসময় একটি মাহেন্দ্রা বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে রিয়াজ গুরুতর আহত হলে শেবাচিমে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় জড়িত মাহেন্দ্রা বা চালককে আটক করতে পারেনি পুলিশ।”