বরিশাল: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্রের সাথে বাকবিতন্ডার জেরধরে মুক্তিযোদ্ধা পিতাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজনে। গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জেলার গৌরনদী উপজেলার ধুরিয়াল গ্রামে।
জানা গেছে, ওইদিন সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরদারের পুত্র ইকতিয়ার সরদারের সাথে প্রতিবেশী আব্দুস সালামের বাগ্বিতন্ডা হয়।
এরজেরধরে সালাম ও তার লোকজনে ওইদিন রাতে স্থানীয় একটি চায়ের দোকানে বসে ইকতিয়ারের ওপর হামলা চালায়। এসময় ইকতিয়ার পালিয়ে স্থান ত্যাগ করার পর হামলাকারীরা একই দোকানে থাকা তার (ইকতিয়ার) বৃদ্ধ পিতা মুক্তিযোদ্ধা আব্দুল হককে পিটিয়ে গুরুত্বর আহত করে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর