বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:২২ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০১৬
বরিশাল: জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন রায়কে (৯৮) স্ব-পরিবারে দেশত্যাগের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার পুত্র মিহির রায় থানায় সাধারণ ডায়েরী করেছেন।
তিনি অভিযোগ করেন, তাদের সহয় সম্পত্তি দখল করার জন্য প্রতিবেশী জয়নাল আবেদীন হাওলাদার, রফিকুল ইসলাম মামুন, ইমরান হাওলাদার গংরা দীর্ঘদিন থেকে নানা ষড়যন্ত্র করে আসছে।
তারই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর উল্লেখিতরা তাদের ১৫/২০ জন সহযোগীদের নিয়ে জোরপূর্বক কুমুদ রঞ্জন রায়ের পৈত্রিক ভোগদখলিয় বাড়ির গাছপালা কেটে এবং পুকুরের মাছ ধরে নিয়ে যায়। এসময় তাদের বাঁধা দিলে কুমুদ রায়ের পুত্র মিহির রায়, সমির রায়সহ পরিবারের ৫ সদস্যকে মারধর করে আহত করা হয়।
অভিযোগে আরও জানা গেছে, হামলা ও লুটপাট করেও ক্ষ্যান্ত হয়নি প্রভাবশালীরা। বর্তমানে তারা মুক্তিযোদ্ধার স্ব-পরিবারকে দেশত্যাগের জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছেন। এ ঘটনায় গতকাল শনিবার রাতে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এসআই মোঃ হেমায়েত উদ্দিন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।