৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

বরিশালে মৃৎশিল্পী সম্মেলন সম্মাননা ও মেলার উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৮ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০১৭

বরিশালে উদ্বোধন করা হয়েছে নবম দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন সম্মাননা ও মেলা। অশ্বিনী কুমার হলে মঙ্গলবার বেলা ১২ টায় এর উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ড সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য।

উদ্বোধক বলেন, মৃৎশিল্পীরা দুর্গা পূজার প্রতিমা তৈরী করেন। আমরা পূজায় আনন্দঘন পরিবেশে ধর্মীয় রীতি পালন করে থাকি। কিন্তু প্রতিমা তৈরীর কারিগরদের খোঁজ রাখি না। তবে আয়োজকরা এমন অনুষ্ঠান করার মধ্যদিয়ে তাদের সম্মানিত করছেন, খোঁজ নিচ্ছেন। এমন অনুষ্ঠান সামনে এগিয়ে চলুক এই প্রত্যাশা করেন তিনি উদ্বোধনী বক্তব্যে।

চিত্রশিল্পী ড. কাজী মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সাবেক অর্থ সচিব মো. ইমদাদুল হক, ইউনিসেফ বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, স্মল এন্ড কটেজ ইন্ডাটিজের উপ মহা-ব্যাবস্থাপক অসীম কুমার ঘোষ এবং রূপালী ব্যাংকের উপ মহা-ব্যাবস্থাপক শংকর কুমার শীল।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মেলায় মৃৎশিল্পীরা তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করতে পেয়ে বেশ খুশী। অনুষ্ঠানে বানারীপাড়ার সুমন পাল ও তার পরিবারকে সম্মাননা দেয়া হয়।’

 

57 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন