বরিশাল: বরিশাল নগরীতে নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টার দায়ে মেয়েটির বাবা ও মাকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুসাইন এ সাজার নির্দেশ দেন।
বরিশাল সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নাসরিন আক্তার জানান, নগরীর সাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে (১৪) জোর করে তার বাবা ও মা টাকার বিনিময়ে এক ট্রাক চালকের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়ে বন্ধে জান্নাতুল মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তা চায়। পরে তার বাবা জয়নাল মৃধা ও মা জাহানুর বেগমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ।
পরে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুসাইন মেয়েটির বাবাকে ১৫ দিন ও মাকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর