বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মোক্তার ব্যাপারীর খুনিদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে স্থানীয়দের অংশগ্রহণে তালতলী বাজারে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে তালতলী বাজার কমিটির সভাপতি মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহিদুল আলম তুহিন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সালাম আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর শহরতলীর চরবাড়িয়ায় মোক্তার ব্যাপারীকে নিজ ঘরে রাতের আধারে স্ত্রী-সন্তানরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সন্তানদের আটক করে কাউনিয়া থানা পুলিশ। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।
বরিশালের খবর