বরিশাল মোটরসাইকেল কিনে না দেয়ায় আগুন দিয়ে নিজেদের ঘর পুড়িয়ে দিয়েছে বখাটে ছেলে। রোববার বেলা দুইটার দিকে মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন তিলক গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত ছেলে মো. জলিল হাওলাদারকে অাটক করেছে পুলিশ। আটক জলিল ওই গ্রামের মৃত পুলিশ কনস্টেবল মালেক হাওলাদারের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জুয়েল বরিশালটাইমসকে জানান- জলিলের বাবা মালেক হাওলাদার পুলিশের কনস্টেবল ছিলেন। ৩ থেকে ৪ বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালেক মারা যান।
এরপর তিন মেয়ে এবং এক ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন তার স্ত্রী। কিন্তু কিছুদিন ধরে মায়ের কাছে একটি পালসার মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে জলিল। তার মা মোটরসাইকেল কিনে দিবে না জানিয়ে আসছিলেন।
এ নিয়ে বাকবিতান্ডার এক পর্যায়ে রোববার দুপুর দিকে জলিল তাদের টিন-কাঠের ঘরে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও আশপাশে কোন পুকুর কিংবা পানির উৎস্য না থাকায় পুরো ঘর এবং ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বখাটে ছেলে জলিলকে আটক করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বরিশালটাইমসকে জানান- এই ঘটনায় জলিলের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা বরিশালটাইমসকে জানান- জলিল বখাটে হিসেবে এলাকায় পরিচিত। মোটরসাইকেল কিনে না দেয়ায় এর আগেও সে তার মাকে একাধিকবার মারধর করেছে।
স্থানীয় চেয়ারম্যান হিসেবে তিনি নিজেও একাধিকবার জলিলকে শাসিয়েছেন। কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি। শেষ পর্যন্ত মোটরসাইকেল কিনে না দেয়ায় আগুন দিয়ে নিজেদের ঘরই পুড়িয়ে দিয়েছে সে।”
শিরোনামবরিশালের খবর