৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে যাত্রাশিল্পীদের মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১২ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশের লোকজ সংস্কৃতি বাঁচাতে সুস্থ্য ও স্বচ্ছ যাত্রাপালা প্রদর্শণীতে সহজ শর্তে সরকারী অনুমতির দাবি নিয়ে বরিশালে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে সড়কে এই কর্মসূচির আয়োজন করেন দক্ষিণাঞ্চলীয় শিল্পী পরিষদ।

সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান হাকিম বলেন, যুগ যুগ ধরে আমাদের এই লোকজ সংস্কৃতির অংশ যাত্রাপালা এদেশে চলে আসছে। কেবল চিত্ত বিনোদন নয়, গণ যোগাযোগের ক্ষেত্রে শক্তিশালী এই মাধ্যমের কলাকুশলীরা ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে।

কিন্তু কতিপয় স্বার্থন্বেষীর কারণে এই শিল্পে অশালীনতা প্রবেশ করায়ে যাত্রা পালার অনুমতি বন্ধ করা বা এখন অনুমতি পেতে হলে মোটা অংকের অর্থ দিতে হয়। এসব বন্ধ করে শহজ শর্তে যাত্রাপালার অনুমতি পাওয়া এবং এর শিল্পীদের বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি সভাপতি এমএ হাদী এবং সাধারণ সম্পাদক মনোয়ার খান প্রমুখ।”

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন