বরিশাল সদর উপজেলার কর্নকাঠিতে যাত্রীবাহি বাস উল্টে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাদের মধ্যে ১৮জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ ) বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যাদের হাসপাতালে ভর্তি হরা হয়েছে তাঁরা হলেন- অভিধান চন্দ্র সেন (৩০), জুয়েল হাওলাদার (২৫), মুকুল (৩০), বাবুল (২০), মিতু আক্তার (৮), আমেনা বেগম (৮০), স্বপন হাওলাদার (৪৫), আলী জসিম (৪৭), জাহিদ হাসান (১৯), রাকিব সিকদার (১৯), শিমুল সিকদার (৫৮), বাদল হোসেন (২৬), রাসেল (২২), রিপন সিকদার (২২), লিমা (১৫), সুমন সিকদার (১৯), নুরজাহান (৩০) এবং মোহাম্মদ আলী (৩০)।”
বরিশাল রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক সেলিম সিকদার বরিশালটাইমসকে জানান- বাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে আসছিল। পথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আসা মাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে পাশের যাত্রীছাউনিতে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসটি সেখানেই উল্টে যায়। ফলে বাসের ভেতরে থাকা ২৫ যাত্রী আহত হন।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফারুক হোসেন বরিশালটাইমসকে জানান- খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। তারা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম বরিশালটাইমসকে জানান- আহতদের সার্জারি ও অর্থোপেডিক ইউনিটে ভর্তি করা হয়েছে।”
বরিশালের খবর