বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:২৬ অপরাহ্ণ, ০৯ সেপ্টেম্বর ২০১৬
বরিশাল: নগরীর সড়কে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাস উল্টে ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীর কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদ জানান, সকালে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭৮৬২) কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে বাসের ১৫ যাত্রী আহত হয়। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাসটি উদ্ধারের চেষ্টা করছে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা।