- আল আমিন গাজী
বরিশাল নগরীতে যাত্রীবাহি পরিবহন থেকে ৫ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেই বাস থেকে ২ ব্যবসায়িকে আটক করা হয়েছে।
রোববার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে কোতয়ালি পুলিশের সহযোগিতায় এই অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
আটক ২ ব্যবসায়ি হলেন- পটুয়াখালীর আলীপুর থানার বাসিন্দা লিটন হাওলাদার এবং জাকির হোসেন।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র মজুমদার বরিশালটাইমসকে জানিয়েছেন- পটুয়াখালী থেকে যাত্রী পরিবহনের জাটকা ইলিশ রাজধানীতে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে অবস্থান করেন। রাত সাড়ে ৮ টার দিকে বেপারী পরিবহনের একটি বাসা আসলে আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বরিশাল-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ৫ মণ জাটকা উদ্ধার করা হয়েছে।
সেই সাথে জাটকা পাচারে নিয়োজিত ২ ব্যবসায়িকেও আটক করা হয়।
আটক ব্যবসায়িদের বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তুলে সাত দিন করে কারাদন্ড ও ২’শ টাকা করে জরিমানা দেওয়া হয়েছে।
একই সাথে উদ্ধার ৫ মণ জাটকা বরিশাল শহরের বিভিন্ন মাদরাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মি. বিমল চন্দ্র মজুমদার।’
শিরোনামবরিশালের খবর