বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ভ্যানচালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের মল্লিক মার্কেট সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় আহত ভ্যানচালক আজ মঙ্গলবার বিকেলে মারা গেছেন। এর আগে দুপুরে দুর্ঘটনায় তিনি আহত হন।
নিহত ভ্যানচালকের নাম হাকিম খান (৫০)। তিনি উপজেলার আউলিপুর গ্রামের সিন্দুক আলীর ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আল আমিন-২ নামের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে বেলা দুইটায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক হাকিম গুরুতর আহত হন।
তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের খবর, বিভাগের খবর