বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় সাগর হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৯টার দিকে কাউনিয়া প্রধান সড়ক পানির ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাগর ওই এলাকার মনসুর হোসেনের ছেলে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্ত্রী সুমি বরিশালটাইমসকে জানান, রাতে সাগর পানির ট্যাংকের কাছে দাঁড়ানো ছিলো। এসময় পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আরিফ দলবল নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে আরিফের হাতে থাকা রামদা দিয়ে কুপিয়ে সাগরকে গুরুতর জখম
করে।
কিন্তু উদ্ধার করে প্রথমে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।’
কি কারনে সাগরের ওপর হামলা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্ত্রী।’
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বরিশালটাইমসকে জানান, আহত সাগরের কাছে আরিফ নামে এক ব্যক্তি ৬শ টাকা পায়।’
পাওনা টাকা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোন কারন আছে কিনা তা বিস্তারিত জানা যায়নি।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর