বরিশাল: বরিশাল নগরী থেকে আশরাফুল ইসলাম ইমন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর মল্লিক রোডস্থ একটি বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আশরাফুল ইসলাম ইমন ওই এলাকার মো. মাহবুব মিয়ার ছেলে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।’
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম বরিশালটাইমসকে জানান- লাশটি ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে স্বজনরা থানায় খবর দেয়।
পুলিশ স্বজনদের বরাত দিয়ে আরও জানায়- যুবকের পিতা মো. মাহবুব মিয়া নেশাগ্রস্ত হওয়ার তার স্ত্রী গত ৩মাস আগে তালাক দিয়ে অন্যত্র চলে যান।
এরপর থেকে বাবা ছেলে সম্পর্ক ভাল যাচ্ছিলো না। তাছাড়া ছেলেও মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরেই যুবক আশরাফুল ইসলাম ইমন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই মমিনুল ইসলাম।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর