বরিশাল: পারিবারিক বিরোধের জেরে’ বরিশালের মুলাদী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় দড়িচর লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ শরীফ (৩৩) ওই এলাকার সোমেত শরীফের ছেলে।
মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, পারিবারিক বিষয় নিয়ে আজাদের সঙ্গে একই বাড়ির শাওন শরীফের পূর্ববিরোধ ছিল। এর জেরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আজাদকে কুপিয়ে জখম করে শাওন।
গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আজাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই শাওন পলাতক রয়েছে বলে জানান ওসি মতিউর।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য শাওনের বাবা সত্তার শরীফ ও মা মাসুদা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।
টাইমস স্পেশাল, বরিশালের খবর