বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় গ্রেফতারি পরোয়ারা জারির প্রতিবাদে বরিশালে যুবদল বিক্ষোভ মিছিল করলে পুলিশ বাধা দিয়েছে। বুধবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা এবং ১১টায় মহানগর যুবদল নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেস্টনীতে বিক্ষোভ সমাবেশ করে।
বরিশাল জেলা যুবদল সহ-সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু, যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম, কোতয়ালি যুবদল সভাপতি কবির হোসেন এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
পরে একই স্থানে মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি কামরুল হাসান রতন এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন প্রমুখ।
সমাবেশ শেষে জেলা ও মহানগর যুবদলের ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল শুরু হলে তাদের বাধা দেয় পুলিশ।
যুবদলের বিক্ষোভকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বরিশাল শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
Other