বরিশালে যুবদলের শোক র্যালি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যা লিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন নিহতের প্রতিবাদে বরিশালে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার বেলা ১১টায় উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এ র্যালি বের হয়। র্যালির আগে নেতাকর্মীরা একটি শোকসভার আয়োজন করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক এসহাক সরকার। দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিকলু ও সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ প্রমুখ।
বরিশালের খবর, বিভাগের খবর