বরিশালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সারে ১১টায় বরিশাল জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এদিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল ৫ আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ এবং বিশেষ অতিথি ছিলেন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।
আলোচনা সভার আগে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বরিশাল সার্কিট হাউস থেকে একটি র্যালী নগরী প্রদক্ষিন করে বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর