বরিশাল: বরিশালে কোষ্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমানে ভারতীয় শাড়ি জব্দ হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার চন্দ্রমোহন সংলগ্ন তেতুঁলিয়া নদীতে থেকে এই শাড়িসহ বাল্কহেড জব্দ করা হয়।
বরিশাল কোষ্টগার্ডের ইপিআরএ মঞ্জুরুল ইসলাম বলেন, একটি বালুবাহি বাল্কহেডে করে ভারতীয় শাড়ি পাচার হচ্ছে এমন সংবাদপেয়ে অভিযান চালান। ভোর ৫টার দিকে বাল্কহেডটিচেক করার জন্য থামানো হলে শাড়ি উদ্ধার করা হয়।
এঘটনায় কাউকে আটক করতে পারেনি।
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মোতালেব বলেন, কোস্টগার্ড তাদের সহায়তা চাওয়ায় তারা অভিযানে সহায়তা করেছেন। কি পরিমাণ শাড়ি এবং এর বাজার মুল্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে কোটি টাকার কাছাকাছি হবে বলে জানান তিনি।’