বরিশালের বাবুগঞ্জর উপজেলার মাধবপাশা গ্রামে রডবোঝাই ট্রাক ডোবায় পড়ে নিখোঁজ শ্রমিক সজিবের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সজীবর বরিশাল নগরীর ১ নম্বর পলাশপুর এলাকার ভাড়াটিয়া বাসিন্দা সোহরাফ খানের ছেলে। এর আগে বেলা সাড়ে ১ টার দিকে রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক সরকার বরিশালটাইমসকে জানিয়েছেন- রডবোঝাই ট্রাকটি শহরের গড়িয়ারপাড় থেকে বানারীপাড়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়।
এতে ওই ট্রাকের বেশ কয়েক শ্রমিক উঠে আসতে সক্ষম হলেও দুইজন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে একজনকে উদ্ধার করে শেবাচিমে প্রেরণ করা হয়েছে।
পরবর্তীতে নিখোঁজ শ্রমিক সজীবের লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।’
শিরোনামবরিশালের খবর