‘‘সর্বজনীন প্রাথমিক শিক্ষা’’ বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ‘‘সর্বজনীন প্রাথমিক শিক্ষা’’ বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানও সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। এর অংশ হিসাবে ২০১৪ সাল থেকে দাতা সংস্থা ইউএসএআইডির আর্থিক ও সেভ দ্যা চিলড্রেনের কারিগরী সহায়তায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার – কোডেক, রিডিং এনহ্যান্সমেন্ট ফর অ্যাডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) প্রকল্প বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি এবং বরিশাল জেলার, ৭টি উপজেলায় বাস্তবায়ন করছে।
যা সরকারি অনুমোদন সাপেক্ষে কর্মএলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির শিশুদের বাংলা পঠন দক্ষতা অর্জনে সহায়তা করছে। রিড প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রধান কার্যক্রম , লক্ষমাত্রা ও অর্জন এবং এর টেকসই উন্নয়নের জন্য করণীয় বিষয়ে মঙ্গলবার বেলা ১০ টায় ডিভিশনাল প্রাইমারী এডুকেশন সম্মেলন কক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক এসএম ফারুক। উপস্থিত ছিলেন- সুপারিনটেন্ডেন্ট পি টি আই দিনা ইয়াসমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পটুয়াখালী জামাল উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রিড কর্মএলাকার (আমতলী, তালতলী, পটুয়াখালী, রাজাপুর, কাঠালিয়া, বরগুনা সদর) উপজেলার শিক্ষা কর্মকর্তা, ইউ আরসি ইনস্ট্রাকটর, সহকারী শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, অভিভাবক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং সেভ দি চিলড্রেন ইন্টারন্যাশনাল এর প্রকল্প কর্মকর্তাগণ।
সিনিয়র টেকনিক্যাল অফিসার (রিডিং) বিলকিস বানুর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন- প্রকল্প সমন্বয়কারী রিড প্রকল্প কোডেক বরিশাল শংকর কুমার বিশ্বাস ও অহীদুল ইসলাম ও রিড কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ।”
বরিশালের খবর