বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ১৬ এপ্রিল ২০১৭
বরিশাল নগরীর রেনেসা কোচিং সেন্টারের পরিচালক আব্দুল হাই মাসুমের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। রোববার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসাইন বিচারাধীন আদালত চেক জালিয়াতি মামলা আমলে নিয়ে এ আদেশ দেন।
মাসুমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন কলেজ এভিনিউ এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী ফারজানা বিনতে ওহাব।
অভিযোগে তিনি বলেন- পরিচয়ের জেড় ধরে তিন মাসের মধ্যে শোধ করার চুক্তিতে গত বছর ৫ অক্টোবর মাসুম একলাখ টাকা ধার নেয়।টাকা নেয়ার জামানত হিসেবে ওইদিনই সমপরিমান টাকার সোনালী ব্যাংকের একটি চেক দেয়।নির্দিষ্ট সময় শেষে টাকা ফেরত চাইলে চেক নগদায়ন করে নিতে পরামর্শ দেয়।
গত ৩০ জানুয়ারী চেকটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখাত হয়। গত ১৩ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও মাসুম টাকা দেয়নি।
এভাবে মামলা দায়েরের পর আদালত মাসুমকে আদালতে উপস্থিত হওয়ার আদেশ স্বরুপ তার বিরুদ্ধে সমন জারি করেন।”