‘রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো’ এই প্রত্যয় নিয়ে বরিশালে পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান জেলা পর্যায়ে বিজয়ী ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, মহীয়সী নারী রোকেয়া শারীরিকভাবে বিদায় নিলেও তার কর্ম ও আদর্শ আজও আমাদের মাঝে বিরাজমান। তার এই কর্মের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
ভূমিকা রাখতে হবে নারীর প্রতি সহিংসতারোধে। তিনি আরো বলেন, নারীদের অন্ধকারে রেখে দেশের উন্নয়ন বা অগ্রগতি সম্ভব নয়। নারী-পুরুষ সম্মিলিতভাবে এগিয়ে চলার আহ্বান জানান তিনি।