বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে রোহিঙ্গা সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটকরা হলেন- হামিদ (২৫) এবং ইয়াসিন (৩০)। তারা মিয়ানমারের বুচিডং এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এ আর মুকুল জানান, দুপুরে সন্দেহজনকভাবে আটক দু’জনকে ঘোরাফেরা করতে দেখে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের লোকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- আটকদের কক্সবাজার থেকে মাছ ধরতে সাগরে যান। সেখানে গিয়ে ডাকাতের কবলে পড়েন। পরবর্তীতে তারা আশ্রয়ের জন্য কুয়াকাটায় আসেন।
সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে অবস্থানের সময় তারা স্থানীয়দের চোখে পড়েন।
ওসি আরও বলেন, কক্সবাজারে যোগাযোগ করা হচ্ছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটকদের সেখানে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
শিরোনামবরিশালের খবর