বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে ইয়াবাসহ মিজানুর রহমান বাবু (২৭) নামে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই এলাকার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
মিজানুর রহমান নগরীর বিমানবন্দর থানাধীন কাশিপুর এলাকার মো. আমির আলী শিকদারের ছেলে।
বুধবার রাতে র্যাব ই-মেল বার্তায় জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় র্যাবের একটি দল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুরকে আটক করা হয়।
মিজানুর দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বরিশাল নগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কথা স্বীকার করেছেন। তাছাড়া মিাজনুর চিহ্নিত একজন মাদক বিক্রেতাও বলে জানিয়েছে র্যাব।
এই ঘটনায় বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল মহানগরের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর