৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৭ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০১৭

বরিশাল শহরের রুপাতলী এলাকা থেকে ইয়াবাসহ মো. নীরব হোসেন (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র‌্যাব)। শুক্রবার (০৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাকে ওই এলাকার হাউজিং ষ্টেট মেইন গেট সংলগ্ন রোড থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার নীরব হোসেন বরিশাল সিটি কর্পোরেশন ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া পিছনের এলাকার মো. ফারুক হাওলাদারের ছেলে।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ নীরব হোসেনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় র‌্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

23 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন