বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন নথুল্লাবাদ এলাকা থেকে সৌদি রিয়ালসহ ৩ প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার বেলা ১১টার দিকে ওই এলাকার অটো সার্ভিস পেট্রোল পাম্পের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের মৃত সোবাহন হাওলাদারের ছেলে মো. মিজানুর হাওলাদার (৩০), গোপালগঞ্জের মোকসেদপুর থানার মৃত মাজেদ শেখের ছেলে মো. বখতিয়ার শেখ (৩৬) এবং একই জেলার পশ্চিম নওখন্ডা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মাহামুদ শেখ (২৯)।
র্যাব জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর হাওলাদারসহ তিনজকে আটকের পরে তাদের কাছ থেকে ৪টি ৫০ টাকার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’’
শিরোনামবরিশালের খবর